parbattanews

হোয়াইক্যং ইউনিয়নে বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগ হোয়াইক্যং ইউনিয়ন শাখার উদ্যোগে নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর হোয়াইক্যং বাজারস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দিবসের প্রথম প্রহরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিশাল র‌্যালি হোয়াইক্যংয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোয়াইক্যং কমিউনিটি সেন্টারে সমবেত হয়।

র‌্যালি পরবর্তী এক আলোচনা সভা হোয়াইক্যং ইউনিয়ন আহ্বায়ক হারুনর রশিদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ম আহ্বায়ক মাস্টার ফরিদুল আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মঈনুল হোসেন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মাস্টার মো. জাকারিয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নবী হোসাইন, সদস্য যথাক্রমে গোলাম আকবর মেম্বার, আজিজুল হক, আব্দু রহিম লালু, কামাল উদ্দিন বাচু প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরী।

বক্তারা বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও বঙ্গবন্ধুর এ দেশে পাকিস্তানি দোসররা আওয়ামী লীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ সব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

বিকেল ৩ টায় বিজয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিল্পী গোষ্ঠীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা বিজয় উল্লাসে মেতে উঠেন।

হোয়াইক্যং কাটাখালী রওজতুন্নবী(সঃ) দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন: টেকনাফে হোয়াইক্যং কাটাখালী রওজতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর দিবসের প্রথম প্রহর থেকে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের সমন্বয়ে এক বিশাল র‌্যালি কাটাখালীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার হল রুমে মিলিত হয়। র‌্যালি পরবর্তী এক আলোচনা সভায় মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মৌ. ছিদ্দিক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটি ও হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুনর রশিদ সিকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম আকবর মেম্বার, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন সিকদার, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাজী ইয়াকুব আলী, শিক্ষকদের মধ্যে যথাক্রমে মৌঃ ইউসুফ আলী, মোহাম্মদ হোসাইন, আবুল বশর, আব্দু রহিম, ফাতেমা পারভীন বিউটি ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মো. ইলিয়াছ, আনোয়ারুল ইসলাম, ফাতেমা আক্তার, খায়রুল আমিন, মোজাম্মেল হক, আল মামুন প্রমুখ। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন সাইফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তরা বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এতে মোনাজাত পরবেশন করেন মৌ. মোহাম্মদ আলী।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়, কাউছার আজিজ, শাকিব আল হাসান, জসিম উদ্দিন, মোঃ ফায়সাল, মোস্তফা মোশারফ, রশিদ আমিন, মোঃ আব্দুল্লাহ, শাহরিয়া করিম সায়মা সহ অন্যান্যরা।

টেকনাফে মুক্তিযোদ্ধা লীগের বিজয় দিবস পালিত:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ টেকনাফ শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক বিজয় র‌্যালি হোয়াইক্যং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা লীগ টেকনাফ উপজেলা শাখার সভাপতি গোলাম আকবর মেম্বার, সহ সভাপতি ফিরুজ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সিকদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলম, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দু রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ হোসেন সিকদার, বন ও পরিবেশ সম্পাদক আবুল হাসেম কোম্পানী, সদস্য মোহাম্মদ হোসেন, আহমদ হোসেন, মোহাম্মদ কবির, মোজাহের মিয়া, রমজান আলী, আমির আলী সওদাগর প্রমুখ।

হোয়াইক্যং যুবলীগের বিজয় দিবস পালন:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ হোয়াইক্যং ইউনিয়ন শাখার উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে হোয়াক্যং উচ্চ বিদ্যালয়ের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক বিজয় র‌্যালি হোয়াইক্যংয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আমিন সিকদার, উপজেলা যুবলীগের সহ সম্পাদক নুরতাজুল মোস্তফা শাহীন শাহ ও সৈয়দ হোসেন, সদস্য নুরুল আমিন, ইউনিয়ন যুবলীগ নেতা শাহ আজিজুর রহমান মামুন, মোঃ ইসমাইল, মোঃ জামাল, মোঃ ইলিয়াছ, শামসুল আলম শুভ, হাজী আবুল হাসেম ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সিকদার, ফয়সাল উদ্দিন প্রমুখ।

হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট স্টুডেন্টস এসোসিয়েশনের যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন
টেকনাফে হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও মহতী কাজের মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি করা হয়। দুপুর ৩টার দিকে বস্ত্রহীন দুঃস্থদের জন্য মানবাতার দেয়াল উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আজিজুল হক ও সাংবাদিক নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসহাক।

হোয়াইক্যং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের বিজয় দিবস পালিত:
টেকনাফ থানার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর দিবসের প্রথম প্রহরে বিজয় র‌্যালির মাধ্যমে হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ের শহীদ বেদিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হারুনর রশিদ সিকদার, হোয়াইক্যং পুলিশ ফাড়ির ইনচার্জ এস,আই নাজমুল আলম, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাঃ সম্পাদক আলমগীর চৌং, পুলিশিং ফোরামের অন্যান্যদের মধ্যে নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, আজিজুল হক, নুরুল আমিন, জালাল উদ্দিন, সৈয়দ হোসাইন, নুরুল আমিন সিকদার, আবুল মনজুর, আবু তাহের প্রমুখ।

Exit mobile version