parbattanews

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের বিপক্ষে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

প্রথম ম্যাচে ৯১ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই তৃতীয় ম্যাচটিকে মান রক্ষার ম্যাচ হিসেবেই দেখছে তামিমবাহিনী। তেমনটি করতে হলে তিন বিভাগেই জ্বলে উঠতে হবে বাংলাদেশকে।

তবে তেমনটি করতে কঠিন চ্যালেঞ্জের মধ্যেই পড়তে হচ্ছে তামিমকে। চোট নিয়ে আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান, নেই মোসাদ্দেক হোসেনও। তাদের বদলে একাদশে ওপেনার এনামুল হক বিজয় ও পেসার রুবেল হোসেন। শ্রীলঙ্কা আবার চারটি পরিবর্তন এনেছে আজ।

শ্রীলঙ্কা শেষ ম্যাচটি খেলবে পেসার নুয়ান কুলাসেকারাকে উৎসর্গ করে। লাসিথ মালিঙ্গার মতো অবসরের ঘোষণা দিয়েছেন তিনিও। তবে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্ডো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, শেহান জয়াসুরিয়া, আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

Exit mobile version