parbattanews

হ্যাটট্রিক হারে পয়েন্ট টেবিলে অবনতি বাংলাদেশের

বিশ্বকাপের ১৩তম আসরে জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু টানা তিন ম্যাচ হারের পর সেন্টিমিটার ফাইনালের স্বপ্ন থেকেও দূরে সরে যাচ্ছে সাকিব আল হাসানের দল।

ভারতের বিপক্ষে হারের পর পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে হারের পর নেট রান রেটে অজিদের থেকে একধাপ পিছিয়ে সাতে চলে গেছে বাংলাদেশ।

অবশ্য বাংলাদেশের সেমির স্বপ্ন এখনো বেঁচে আছে। বাকি পাঁচ ম্যাচে অন্তত চার ম্যাচ জিততে পারলে পরের রাউন্ডে জন্য টিকে থাকবে সাকিবের দল। বাকি ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ-দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। দুইয়ে আছে ভারত। তবে নেট রান রেটের ব্যবধানে পিছিয়ে থেকে স্বাগতিকরা আছে দুইয়ে। সমান চার পয়েন্ট করে নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। ৫ দল ২ পয়েন্ট করে অর্জন করেছে। নেট রান রেটের ব্যবধানে তাদের অবস্থান যথাক্রমে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেদারল্যান্ডস, আফগানিস্তান। এবারের আসর একমাত্র দল শ্রীলঙ্কা ৩ ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি।

Exit mobile version