parbattanews

হ্রদের পানি দ্রুত বৃদ্ধির ফলে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন বেড়ে ১৩৬ মেগাওয়াট

কাপ্তাই প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি। হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বৃদ্বি পেয়েছে।

মঙ্গলবার পিডিবি কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, বর্তমান পানির লেভেল থাকার কথা ১০৩.৩৭ কিন্তু তা বৃদ্ধি পেয়ে বর্তমানে পানি লেভেল আছে ১০৬.৪৬। এরমধ্যে ৫ নং ইউনিটটি দীর্ঘদিন যাবৎ পানি লিকেজ হওয়ার দরুন বন্ধ রয়েছে এবং ১নং ইউনিটটি  মঙ্গলবার হঠাৎ করে পুলিং ছিদ্র হওয়ার দরুন তৈল ও পানি এক সাথে হয়ে যাওয়ার ফলে সাময়িক বন্ধ রয়েছে। দ্রুত কাজ চলছে রাতের মধ্যেই উৎপাদন করা সম্ভব হবে বলে সূত্র জানায়।

এদিকে  ২নং ইউনিটে ৪৬, ৩নং ইউনিটে ৪০ এবং ৪নং ইউনিটে ৫০ এ  তিনটিতে সর্বোচ্চ মোট ১৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পিডিবি সূত্রে আরো  জানা যায়, ধারন ক্ষমতার বেশি অর্থ্যাৎ পানির লেভেল ৯ এর বেশি হলে স্প্রিলওয়ে খুলে দেওয়া হবে।

Exit mobile version