parbattanews

হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই স্প্রীলওয়ের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে

1474959727

কাপ্তাই প্রতিনিধি:

প্রবল বর্ষন ও পাহাড়ের পানি নেমে আসায় কাপ্তাই হ্রদের পানি সীমাহীন বৃদ্ধি পাওয়ার ফলে  কাপ্তাই বাঁধ রক্ষার্থে স্প্রীলওয়ের ১৬টি গেট  খুলে দেওয়া হয়েছে।

জানা যায়, গত ক’দিন যাবৎ বাঁধের ওপারে প্রবল বর্ষন এবং পাহাড়ের পানি নেমে এসে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ার সাথে সাথে পাহাড়ের ঢালুতে বসবাসরত অনেক ঘর বাড়ি ইতিমধ্যে পানির নিচে ডুবে গেছে।

এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় এবং বাঁধ রক্ষার্থে  কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ সোমবার সকাল ১১টায় স্প্রীলওয়ের ১৬টি গেট একত্রে ছয় ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টা পযর্ন্ত হ্রদের পানির লেভেল ছিল ১০৮.৭৯ এমএসএল পর্যন্ত।

এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)’র কন্ট্রোলরুমে দায়িত্বরত কর্মকর্তারা জানান, পানি আরও বৃদ্ধি পেতে থাকলে নিয়ম অনুযায়ী স্প্রীলওয়ের গেট পর্যায়ক্রমে খুলে দেয়া হবে বলেও জানান তিনি।

Exit mobile version