parbattanews

১০ কর্মদিবসের মধ্যে হত্যাকাণ্ডের প্রতিবেদন চাই ডিসি

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় হত্যাকাণ্ডের ঘটনায় ৭ জন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ আরও জানান, আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করা নির্দেশ দিয়েছেন। তদন্ত কমিটিতে অতিরিক্ত সচিব ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তীকে প্রধান করে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির প্রতিনিধি, খাগড়াছড়ির বিজিবি প্রতিনিধি, জেলা পুলিশের

প্রতিনিধি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

উল্লেখ্য, রাঙ্গামাটিতে পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে জেলার বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী কাজ শেষ করে ফেরার পথে দুর্বৃত্তের ব্রাশফায়ারে ৭ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।

Exit mobile version