parbattanews

১০ দফা বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে বিএনপির গণমিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, অবাধ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে রাঙামাটিতে গণমিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর থেকেই শহরের পৌরসভার সামনে জড়ো হতে থাকে দলের নেতাকর্মীরা। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

পরে পৌরসভার সম্মুখ থেকে গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এলাকায় এসে শেষ হয়। সেখানে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু।

এসময় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল, যুব মহিলা দল, তাঁতীদলসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version