১০ বছর প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি মানবে না বিএনপি : সালাহউদ্দিন

fec-image

পরিবর্তিত নাম ‘সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি’ (আগের এনসিসি) নিয়ে বিএনপির অবস্থানের বিষয়ে দলটির নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাহী ক্ষমতার কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে এমন কোনো কাঠামো তারা গ্রহণ করবেন না।

একই সঙ্গে ১০ বছরের বেশি কারও প্রধানমন্ত্রী থাকার ক্ষেত্রেও তারা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতৈক্যে পৌঁছাতে পারেননি।

বুধবার দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপের ষষ্ঠ দিন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন।

বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে এ সংলাপ বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৫টায় শেষ হয়।

পরে বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, “এনসিসির (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) মতো আর কোনো বডি নির্বাহী ক্ষমতার কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করে বা হস্তক্ষেপ করে বা এমন ব্যবস্থা থাকলে আমরা সে প্রস্তাবটা গ্রহণ করব না।

”এনসিসির মতো ব্যবস্থা থাকলে আমরা আগের অবস্থায় থাকব (প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর মানব না) । বলা যায়, প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়েও এখনো আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি, পেন্ডিং রয়ে গেল।”

এদিনের আলোচনার প্রথম বিষয় ছিল সংবিধানের মূলনীতি, দ্বিতীয় বিষয় ‘সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি’ (আগের নাম এনসিসি) এবং তৃতীয় বিষয় ছিল প্রধানমন্ত্রী মেয়াদ সংক্রান্ত বলে তুলে ধরেন সালাহউদ্দিন।

সংবিধানের চার মূলনীতি প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে (কমিশনের) সংশোধিত প্রস্তাব হল- সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে।

এটি তারা করবে যারা জনগণের ম্যান্ডেট পাবে। আমরা বলেছি, রাষ্ট্রীয় মূলনীতির সাথে পঞ্চম সংশোধনীতে যে আর্টিকেলগুলো ছিল সেগুলো সংযোজন করব। এবং কমিশনের উপরোক্ত বাক্যগুলো আমরা সংযোজন করব। তবে এটা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। এটা পেন্ডিং রয়ে গেল।”

এদিন সংলাপে এনসিসির পরিবর্তে ’সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটির‘ প্রস্তাব করে ঐকমত্য কমিশন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, সালাহউদ্দিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন