parbattanews

১১ জেএসএস নেতাকর্মী ১৪ দিনের রিমান্ডে

 

বান্দরবানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া তিনটি ঘটনায় করা পৃথক তিন মামলায় জেএসএস এর ১১ নেতাকর্মীকে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১জুন) বান্দরবান জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর (আমলী) আদালতের বিচারক কামরুন নাহার পৃথক তিনটি মামলায় এই আদেশ দেন। এর আগে কারাগার থেকে আসামীদের এনে রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

২২মে বান্দরবান পৌর আওয়ামী লীগ নেতা চথোয়াই মারমা হত্যার ঘটনায় সদর থানায় দায়ের করা জিআর ১৭৮/২০১৯ নং মামলায় জনসংহতি সমিতি (জেএসএস) এর কেন্দ্রীয় সহ সাংগঠিনক সম্পাদক কেএস মং মারমা, ক্যবা মং মার্মা, বাসিং মং মারমা, মেরুং মারমা, চাইহ্লা মারমাকে পাঁচ দিন।

১৮মে ক্যচিং থোয়াই হত্যার ঘটনায় জিআর- ১৬৭/২০১৯ মামলায় নতুন জয় তংচঙ্গ্যা, দিপন তংচঙ্গ্যা, মিন থোয়াই অং মারমাকে পাঁচ দিন ও ৯ মে জয়মনি তংচঙ্গ্যা হত্যা মামলায় দায়ের করা জিআর-১৫৪/২০১৯ মামলায় উচিং মং মারমা, মংতু মারমা ও উসাইনু মারমাকে চারদিন রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড মঞ্জুরের পর আসামীদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

Exit mobile version