parbattanews

চাঁদ দেখা গেছে; ১২ আগস্ট ঈদুল আযহা

বান্দরবনে দেখা জিলহজের চাঁদ

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে শুক্রবার(২ আগস্ট) বৈঠকে বসেছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে ১৪৪০ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেছেন কমিটির প্রধান ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে জানা গেছে, সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (০১ আগস্ট) সন্ধ্যায় হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, ১০ আগস্ট (শনিবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর পরদিন অর্থাৎ ১১ আগস্ট (রবিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

Exit mobile version