১২ ঘন্টার ব্যবধানে কাপ্তাই রাইখালীতে আবারও সন্ত্রাসী হামলা 

fec-image

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন আতঙ্ক এলাকায় পরিনত হচ্ছে। একের পর এক সস্ত্রাসী, হামলা, ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটে চলেছে। ১২ ঘন্টার ব্যবধ্যানে রাইখালী মতি পাড়ার তালতলী এলাকায় বৃহস্পতিবার(২১নভেম্বর) রাত ২টার দিকে ১২/১৪জনের একটিদল মুখোশপড়া সস্ত্রাসী ২টি বাড়ি হামলা করে নগদ ২৫লক্ষ টাকা ৮ভরি স্বর্ণলংকার, ডেবিটকার্ডসহ বিভিন্ন কাপড়চোপর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সন্ত্রাসীদলটি বাড়ির লোকদের জিম্মিকরে আসবাবপত্র ভাংচুর করার সময় বাড়ির মালিক উচি মারমা বাঁধা দিলে তাকে বেদম প্রহার করে। এদিকে ব্যাংক কর্মচারী উচি মারমা(৫৫) ও একজন সেনা সিনিয়র ওয়ারেন্ট অফিসার ক্যসুই অং মারামার বাড়িতে হামলা হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, একইদিন বৃহস্পতিবার দুপুর ২টায় উপজাতীয় সন্ত্রাসীরা হাফছড়ি এলাকায় কুপিয়ে  আহত করে দশজন নির্মাণ শ্রমিকে। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক বলেন, ডাকাতদল একের পর, এক হামলা ও লুটপাট করছে। পরপর একাধীক ঘটনায় রাইখালীবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দীন শুক্রবার(২২নভেম্বর) জানান, জেএসএস নামধারী সন্ত্রাসীরা রাইখালী এলাকায় একের পর এক হামলা করছে। এরা কোন ডাকাত দল নয় এরা হল মুখোশধারী সন্ত্রাসী। এ সস্ত্রাসী দলটি বৃহস্পবিার(২১নভেম্বর) প্রকাশ্য দিনে দুপুরে দশ নির্মাণ শ্রমিককে কুপিয়ে আহত করেছে। আমরা অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিব বলেও জানান।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশরাফ আহমেদ রাসেল জানান, এটি আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরপ। গোয়েন্দা তৎপরতা এবং প্রাশাসনিক আইনি ব্যবস্থা বৃদ্ধি করতে হবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন