১৩৩ দিনে ৩০ পারা কুরআন মুখস্ত করলো রামু’র আফিফা

fec-image

রামু উপজেলার কলঘরবাজার হযরত হাফছা (রা.) মহিলা হিফজ মাদরাসার ছাত্রী আফিফা ১৩৩ দিনে (সাড়ে চার মাসে) হিফজ সম্পন্ন করেছে।

সে চাকমারকুলের মরহুম মাওলানা আহমদুল্লাহর বড় কন্যা এবং দারুল উলুম চাকমারকুল মাদরাসার সাবেক পরিচালক মাওলানা এবাদুল্লাহ (রাহঃ) এর নাতনী। তার সাথে মরিচ্যা পাতাবাড়ির বাসিন্দা মুক্তামনি হিফজের শেষ সবক শুনিয়েছে।

সবকের পরে কলঘরের বাসিন্দা মো. শহিদুল্লাহর মেয়ে মিম এবং জোয়ারিয়ানালা ইলিশিয়া পাড়া তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক, আশকরকিলের বাসিন্দা হাফজে মাওলানা নুরুল আমিন নুরুর বড় মেয়ে জান্নাতুল আদনান হিফজের প্রথম সবক অনুষ্ঠান হয়।

ছাত্রী তাসনুভা শুভার কুরআন তিলাওয়াত, সুমাইয়ার সংগীত এবং মাদ্রাসার পৃষ্ঠপোষক আলহাজ মাহমুদল হকের সভাপতিত্বে সবক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোছাইন। হাফেজ মাওলানা নুরুল আমিনের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

উল্লেখ্য, হযরত হাফছা (রাঃ) মহিলা হিফজ মাদ্রাসা থেকে খুবই কম সময়ে ১০ জন ছাত্রী হিফজ সম্পন্ন করেছেন। স্বাভাবিক সময়ে হিফজ সম্পন্নকারী ছাত্রীর সংখ্যা ৩০ জনের বেশী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন