parbattanews

১৫৬ রানেই ইংল্যান্ডকে থামিয়ে দিলেন মোস্তাফিজ-হাসানরা

 আরেকটু হলেই জুটি বেঁধে দারুণভাবে মঈন আলীর ক্যাচটা নিয়েছিলেন নাজমুল ও রনি। সীমানা পেরোনোর আগে বলটা বাউন্ডারির ভেতরে রাখতে পেরেছিলেন নাজমুল, তবে দৌড়ে আসা রনির নাগালের একটু বাইরেই ছিল সেটি। ডাইভ দিয়েছিলেন, রাখতে পারেননি। ক্যাচটি হতে পারলে শেষটা হয়তো ‘পারফেক্ট’ হতো বাংলাদেশের। তবে যা হয়েছে, সেটিই বা কম কী!

১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ১২৬ রান! হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমানরা এরপর বেশ ভালোভাবে চেপে ধরেন ইংল্যান্ডকে। ফলে শেষ ৫ ওভারে সফরকারীরা তুলতে পেরেছে মাত্র ৩০ রান। এ সময়ে তারা হারিয়েছে ৪ উইকেট।

শেষ ওভারে এসে তাসকিন আহমেদের লো ফুলটসে পয়েন্ট দিয়ে চার মেরেছেন ক্রিস জর্ডান, তাতে কেটেছে ২৬ বলের বাউন্ডারি খরা। শেষ ওভারে তাসকিন দিয়েছেন ৯ রান, ইংল্যান্ড ২০ ওভারে থেমেছে ৬ উইকেটে ১৫৬ রান তুলেই।

Exit mobile version