parbattanews

১৫ জানুয়ারি আধাবেলা সড়ক অবরোধের দাবিতে দীঘিনালায় ইউপিডিএফের বিক্ষোভ সমাবেশ

জাতীয় মানবাধিকার কমিশনের সফরের প্রতিবাদ ও আগামীকাল রবিবার (১৫ জানুয়ারি) আধাবেলা সড়ক অবরোধের দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। শনিবার (‌‌‌১৪ জানুয়ারি) সকালে উপজেলার উদাল বাগান এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ ইউপিডিএফ সংগঠক সুজয় চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন দীঘিনালা ইউপিডিএফ এর নেতা সজীব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জ্ঞান প্রসাদ চাকমা এবং রুপেশ চাকমা।

এসময় তিনি পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল হত্যা ও গণহত্যার বিচার, দমন-পীড়ন, ভূমি বেদখল, নারী নির্যাতন বন্ধ করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে সংগঠটির নেতাকর্মীরা আগামী ১৫ জানুয়ারি বরিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ ঘোষণা করেন। এসময় তারা দীঘিনালা সকল যানবাহন সমিতি ও বিভিন্ন পেশার মানুষের প্রতি অবরোধ সফল করার আহ্বান জানান।

Exit mobile version