parbattanews

১৫ হাজার মিটার কারেন্ট জালসহ ফিশিংবোট জব্দ

pic (2)

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার বঙ্গোপসাগরের সোনাদিয়া ও বাঁকখালী চ্যানেলে নৌবাহিনী অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল, ২শ কেজি নানা প্রজাতির সামুদ্রিকমাছসহ একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব জব্দ করে নৌবাহিনী।

কক্সবাজার নৌ-বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, বাঁকখালী চ্যানেলে নৌবাহিনীর নিয়মিত তল্লাশি চলাকালে এফবি মালেক শাহ্ নামে একটি ফিশিং বোট পালানোর চেষ্টা করে। পরে স্পিড বোট দিয়ে ধাওয়া করে বোটটি জব্দ করা হয়। তবে ওইসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২শ কেজি নানা প্রজাতির সামুদ্রিক মাছ। পরে আনুষ্ঠানিকভাবে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা মাছ গুলো জেলা মৎস্য কর্মকর্তাদের সম্মুখে ৩টি এতিমখানায় দেওয়া হয়। জব্দকৃত ফিশিং বোটটির মালিক মহেশখালীর বলে জানা গেছে।

Exit mobile version