parbattanews

১৬ মার্চ থেকে রাঙামাটিতে শুরু হচ্ছে বেতারের এফএম সম্প্রচার কার্যক্রম

Betar Logo

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্র হতে আগামী ১৬ মার্চ এফএম ব্যান্ড ১০৩.২ মেগা হাডর্স এর সম্প্রচার শুরু হচ্ছে। ১৬ মার্চ হতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সবগুলো খেলার ধারা বিবরণী বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্র থেকে এই এফএম ব্যান্ডে সরাসরি সম্প্রচার করা হবে। এর মাধ্যমে রাঙামাটি বেতারের এফএম ব্যান্ডের সম্প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দিয়েছে রাঙামাটি বেতার কর্তৃপক্ষ।

রাঙামাটি বেতারের সহকারি পরিচালক সুভাশীষ বড়ুয়ার বরাদ দিয়ে এফএম ব্যান্ডের সম্প্রচার সম্পর্কিত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। জেলা প্রশাসনের অফিসিয়াল ফেইসবুক একাউন্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

রাঙামাটি বেতারের এফএম ব্যান্ডের সম্প্রচার শুরু হলে জেলায় বেতারের অনুষ্ঠান উপভোগ করতে শ্রোতারা আরো বেশি উৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে।

Exit mobile version