parbattanews

১৮ দলের ডাকা ৮৪ ঘন্টার হরতালের ৩য় দিনে মহালছড়ি জনসাধারণের দুর্ভোগ

News Photo 12-11-13

মহালছড়ি(খাগড়াছড়ি) সংবাদদাতাঃ
১৮দলের ডাকা ৮৪ঘন্টার হরতালের ৩য় দিনে মহালছড়িতে হাট-বাজারে আসা জনসাধারণের চরম দুর্ভোগে পড়তে হয়েছে বলে জানা গেছে। ১২ নভেম্বর মঙ্গলবার মহালছড়িতে সাপ্তাহিক হাটের দিন হওয়ায় হরতালের কারণে যানবাহন না থাকায় উৎপাদিত ফসল সেই দুর্গম এলাকা থেকে কাঁধে বহন করে হাটে নিয়ে আসতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহালছড়ি বাজার ব্যাবসায়ী সমিতি’র অনুরোধের কারণে বাজারের দোকানপাট ১ দিনের জন্য খোলা থাকলেও কোন যানবাহন চলাচল করতে দেয়া হয়নি। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে হরতাল সমর্থকেরা পিকেটিং করলেও তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার ছিল।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী জানান, কোথাও কোন সমস্যা হয়নি। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

Exit mobile version