parbattanews

১৯ হাজার ইয়াবাসহ রামু থানার কনস্টেবল আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সদস্যদের হাতে ১৯ হাজার ইয়াবাসহ আটক হয়েছে রামু থানা পুলিশের একজন কনস্টেবল ও একজন ইয়াবা পাচারকারী।

সোমবার দিবাগত ভোর রাতে (১৬ অক্টোবর) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে পুলিশের আরও একজন কনস্টেবল পালিয়ে গেছে বলে জানাগেছে। র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাত ৮টার দিকে আটক পুলিশ ও পাচারকারীকে রামু থানায় সোপর্দ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবার চালানসহ আটক পুলিশের পোশাক পরিহিত রামু থানার কনস্টেবলের নাম ইকবাল হোসেন।

আটক ইয়াবা পাচারকারী অপরজনের নাম ইয়াছিন আরাফাত এবং তিনি ফেনীর বাসিন্দা। র‌্যাব-৭ এর একদল সদস্য রামু বাইপাস সড়কে অভিযান চালিয়ে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস আটক করে সোমবার ভোর রাতে।

মাইক্রোবাসটি নিয়ে রামু থানা পুলিশ নৈশকালীন টহল দিচ্ছিল। র‌্যাব সদস্যরা সেই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করে। অভিযানকালে রামু থানার পালিয়ে যাওয়া অপর একজন পুলিশ কনস্টেবল (রামু থানার ক্যাশিয়ার) বলে পরিচিত।

Exit mobile version