parbattanews

২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

দীর্ঘসময় ধরে বিশ্বকাপ আয়োজনে অনেকটা আগ্রহ প্রকাশ করে আসছিল সৌদি আরব। এবার আনুষ্ঠানিকভাবে ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহের বিষয়টি জানিয়েছে সৌদি আরব। সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন (এসএএসএফ) বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি আরবের ২০৩৪ সালের বিডের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশ এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশন। ফেসবুক পোস্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনে সৌদি আরব ফুটবল ফেডারেশনের বিডে পূর্ণ সমর্থন জানিয়েছে। একইভাবে বিবৃতির মাধ্যমে সমর্থন ব্যক্ত করেছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ মালদ্বীপ।’

ফিফা সভাপতির দেওয়া ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপের শততম বছরে আয়োজক হবে মোট ছয়টি দেশ।

নিয়ম অনুযায়ী, ২০৩৪ সালের বিশ্বকাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলে হবে। সুযোগ পেয়েই তাই আবেদন করতে দেরি করেনি সৌদি আরব। কাতারের পর মধ্যপ্রাচের দেশ হিসেবে গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজন করতে চায় তারা। আর এরই মাঝে আশপাশ থেকে সমর্থন পেতেও শুরু করেছে।

Exit mobile version