২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনকালে উখিয়া-টেকনাফের সাংসদ আব্দুর রহমান বদি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রধিকার প্রকল্প হিসেবে ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্য বহুল প্রতিক্ষীত এ সৌর বিদ্যুত কেন্দ্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

উখিয়া-টেকনাফকে অবকাঠামোগত ভাবে এগিয়ে নিতে এ সোলার পার্ক গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। সেই সাথে এ ২০ মেগাওয়াট বিদ্যুত যোগ হলে উখিয়া-টেকনাফের বিদ্যুত সমস্যা থাকবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অবহেলিত উখিয়া-টেকনাফে গত ৮ বছরে শিক্ষা, যোগাযোগ ও পর্যটন খাতে অনেক উন্নয়ন হয়েছে। আর এ উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে তিনি ১০ জুন বেলা ১১টায় উপজেলার হ্নীলার আলীখালীতে ২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

টেকনাফ সোলারটেক এনার্জি লিমিটেডের এমডি মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও জুলস পাওয়ার লিমিটেডের এমডি নুহের লতিফ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উখিয়া-টেকনাফের সাংসদ আব্দুর রহমান বদি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ব্যাংক হ্নীলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হানিফ, কোম্পানীর কনসালটেন্ট হেলাল উদ্দিন, স্থানীয় মেম্বার জামাল হোছাইন, নুরুল হুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের আওতায় হ্নীলার আলীখালীতে ১১৬ একর জমির উপর পাওয়ার জুলস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান টেকনাফ সোলার টেক এনার্জি লি. ২০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্মাণ কাজ এবছরে শেষ হবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এ সোলার পার্ক থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন