২১ ফেব্রুয়ারি থেকে বাংলায় এসএমএস দেবে সব অপারেটর

fec-image

আগামী বছরের ২১ ফেব্রুয়ারি থেকে দেশের সব মোবাইল অপারেটর তাদের তথ্য বাংলায় এসএমএস আকারে পাঠাবে।

বুধবার রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানান।

তিনি লেখেন, ‘একুশে ফেব্রুয়ারি থেকে সকল মোবাইল অপারেটর তাদের তথ্য বাংলায় এসএমএস হিসেবে পাঠাবে।’

মন্ত্রীর এই ফেসবুক পোস্টে তার অনুসারীরা নিজেদের মন্তব্য জানান, অনেকে এ উদ্যোগের প্রশংসা করেন। বাছাই করা মন্তব্যের উত্তরও দেন তিনি।

এর আগে, মাসিক রিচার্জ ও ব্যয়ের তথ্য বিবরণীর এসএমএস বাংলায় দেওয়ার নিয়ম করে ৯ নভেম্বর ‘মোবাইল ডেটা প্যাকেজ’ নির্দেশিকা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইল ফোনে বাংলা এসএমএস খরচ অর্ধেকে নামিয়ে আনা হয়। একুশের প্রথম প্রহর থেকেই এ সুবিধা পান গ্রাহকরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন