parbattanews

২৩ দিন সাগরে ইলিশ ধরা বন্ধ

সোমবার ৯ সেপ্টেম্বর থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত ২৩ দিন সাগরে ইলিশ ধরা বন্ধ থাকবে। কক্সবাজার জেলা মৎস্য অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।

সুত্র মতে, ইলিশ মাছের প্রজনন বাড়াতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ইলিশ ধরা নিষেধের সময় কক্সবাজারসহ যে সব জেলার জেলেরা মাছ ধরার উপর নির্ভরশীল তাদের খাদ্য সহযোগিতা দেবে সরকার।

এ সময়ে মাছ ধরা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ উদ্যোগ সফল করতে প্রয়োজনে ভ্রাম্যমান আদালত নজরদারি করবে বলে জানান মৎস বিভাগ।

এছাড়াও জেলেদের মাঝে প্রণোদনায়ও যাতে অনিয়ম না হয় সেদিকে নজরদারি রাখাবে সংশ্লিষ্ট প্রশাসন।

Exit mobile version