parbattanews

২৪ ঘন্টা না পেরোতেই ফের সাজেকে সড়ক দুর্ঘটনা, আহত ১২

২৪ ঘন্টা না পেরোতেই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে ফের চাঁন্দের গাড়ি (জিপ গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ি খাদে পড়ে গিয়ে ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সাজেকের হাউজ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চাঁদের গাড়ি স্থানীয় যাত্রী নিয়ে সাজেক থেকে বাঘাইহাট বাজারে যাওয়ার পথিমধ্যে হাউসপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ১২ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করানোর জন্য পাঠিয়েছেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতরা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে বুধবার (১৯ অক্টোবর) দুপুরে সাজেকের হাউসপাড়ায় পর্যটকবাহী একটি চাঁন্দের গাড়ি উল্টে গিয়ে এক পর্যটক নিহত এবং ৬ জন আহত হয়েছিলেন।

Exit mobile version