parbattanews

২৮মার্চ শুরু হচ্ছে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম

রাঙামাটি মেডিকেল কলেজ

স্টাফ রিপোর্টার:

আগামী ২৮মার্চ রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মেডিকেল কলেজ রাঙামাটিতে থাকা না থাকা নিয়ে পক্ষ-বিপক্ষের চুলচেরা বিশ্বেষণের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে রাঙামাটি মেডিকেল কলেজ রাঙামাটিতেই রাখার সিদ্ধান্ত গ্রীহিত হয়েছে। সিদ্ধান্ত অনুসারে শিগগিরই চালু করা হবে ২০১৪-১৫ শিক্ষা বর্ষে এম,বি,বি,এস কোর্সের শিক্ষা কার্যক্রম।

এ বিষয়ে গত রবিবার রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ টিপু সুলতান একটি চিঠি স্বাস্থ্য মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, সংসদ সদস্য উষাতন তালুকদার, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক প্রনতি বিকাশ চাকমাসহ প্রশাসনের সকল স্তরের উর্ধ্বতন কর্মকর্তা বরাবরে প্রেরণ করেন ।

এব্যাপারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে রাঙামাটি মেডিকেল কলেজ রাঙামাটিতেই থাকবে সিদ্ধান্ত গ্রীহিত হয়েছে। তাই আগামী ২৮ মার্চ থেকে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে। এ মেডিকেল কলেজ চালু হলে পাবর্ত্যাঞ্চলের শিক্ষার্থীরা যেমন ডাক্তারি পড়তে সুযোগ পাবে, তেমনি পাহাড়ে চিকিৎসা সেবা উন্নত হবে।

তথ্য সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার কোন মেডিকেল কলেজ না থাকায় পাহাড়ের শিক্ষার্থীদের উচ্চ পর্যায়ে পড়া-লেখা করার তেমন কোন সুযোগ ছিল না। র্দীঘদিন ধরে পাহাড়ের মানুষ পার্বত্যাঞ্চলে একটি মেডিকেল কলেজ স্থাপনের বিভিন্নভাবে দাবী জানিয়ে আসছিল। এ দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের মেডিকাল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। ২০১৩ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটি সফরে এসে এই কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এর আগে রাঙামাটি সফরে এসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাঙামাটি সদরের শুক্কুরছড়ি এলাকায় কৃষিজমি ও বসতবাড়ী ছাড়া বেশ কয়েকটি পাহাড় নিয়ে মেডিকেল কলেজ স্থাপন জন্য প্রাথমিকভাবে জায়গা নির্ধারণ করেন। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী রাঙামাটি পরিদর্শনকালে কলেজটি কোথায় স্থাপিত হবে তা দেখে যায়। পার্বত্যাঞ্চলে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে র্দীঘ বছর পর হলেও অবশেষে রাঙামাটির মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেয় সরকার।

উল্লেখ্য, ২০১৪-১৫ শিক্ষাবর্ষেই মেডিকেল কলেজটির শিক্ষার্থী ভর্তির প্রশাসনিক অনুমোদন মিলার পর প্রথম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তির যাবতীয় কার্যক্রমের সম্পূর্ণ হওয়ার পর গত ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশের ১১টি মেডিকেল কলেজের সাথে রাঙামাটি মেডিকেল কলেজের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

এদিকে রাঙামাটি মেডিকেল কলেজ ক্লাস আগামী ২৮মার্চ শুর করার ঘোষণায় প্রধানমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাঙামাটি শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটির স্থানীয় ছাত্র সমাজ।

Exit mobile version