parbattanews

৩২ বিজিবির আয়োজনে পানছড়ির দুর্গম এলাকায় ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন

32 BGB PIC

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম প্রত্যন্ত এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় গ্রামবাসীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই প্রাণবন্ত অনুষ্ঠানটির আয়োজক ছিল খাগড়াছড়িস্থ ৩২ বিজিবি। প্রত্যন্ত এলাকার বিনোদন বঞ্চিত স্থানীয় এলাকাবাসী বিভিন্ন ক্রীড়ায় অংশ নেয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে।

পানছড়ি উপজেলা থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে লোগাং ইউনিয়নের ৩২বিজিবি’র আওতাধীন ডাইন চন্দ্র বাড়ি বিজিবি ক্যাম্পের উদ্যোগে দিনব্যাপী চলে এ আয়োজন। এলাকাবাসীর সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি’র সেক্টর কমান্ডার কর্ণেল মতিউর রহমান।

এ সময় অতিথি হয়ে আরো উপস্থিত ছিলেন ৩২ বিজিবির জোন অধিনায়ক লে. কর্ণেল রাহাত নেওয়াজ ও জিএসওটু মেজর আহসান হাবিব। অতিথিদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে উঠে বেশ উপভোগ্য।

Exit mobile version