parbattanews

৩৪ টি রোহিঙ্গাবহনকারী নৌকা ফেরত পাটিয়েছে বিজিবি

রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে ৪ শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশের সময় ৩৪ টি নৌকা এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে ৩৩ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময়ে এসব রোহিঙ্গাদের প্রবেশে বাঁধা দেয়া হয়।

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহি ৩৪টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় জলসীমার শূন্য রেখায় এদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল। সে হিসাবে ৪শতাধিক রোহিঙ্গা ছিল বলে ধারণা করছেন বিজিবি’র ওই কর্মকর্তা। এ নিয়ে ডিসেম্বরের এ পর্যন্ত টেকনাফ নাফ নদীর জলসীমানায় অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহি ১৮৪ টি নৌকা ফেরত পাঠানো হয়।

বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, শনিবার সকাল ৭ টা থেকে রবিবার দুপুর ১২ টা পর্যন্ত ঘুমধুম সীমান্ত শূন্য রেখায় মোট ৩৩ জন মিয়ানমার রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে। এদের মধ্যে ১৪ জন পুরুষ, ১১ জন নারী এবং ৮ জন শিশু ছিল।

উল্লেখ্য, ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ১৫৩ জন রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।

Exit mobile version