parbattanews

৪০ মিনিটে ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি যুদ্ধবিমান

ফিলিস্তিনিদের ঈদের দিনেও রক্ষা নেই দখলদার বাহিনীর হামলা থেকে। ঈদের দিন ও তর পরদিন দুঃস্বপ্ন নিয়ে এসেছিল গাজার ফিলিস্তিনিদের কাছে। ইসরাইলি বাহিনীর অভিযান কেড়ে নিল ১৩ টগবগে প্রাণ।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোরে সাঁড়াশি অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

এই অভিযানে ১৬০ যুদ্ধবিমানের সঙ্গে ট্যাংক বহরও অংশ নিয়েছিল বলে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিসাস জানিয়েছেন।

৪০ মিনিটের এই অভিযানে ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

নিহতদের মধ্যে এক নারী ও তার তিন শিশু সন্তানও রয়েছেন। ইসরাইলি কামানের গোলায় তাদের বাড়িটি গুঁড়িয়ে গিয়েছিল। ধ্বংসস্তূপ সরিয়ে বের করা হয় লাশ চারটি।

এছাড়া গাজার বিপরীত পাশে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাত ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্থানীয় চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

শনিবারও হামলা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১৩৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে আলজাজিরা। এদের মধ্যে ৪০ জন শিশুও রয়েছে। শুধু পশ্চিম তীরেই ১৩ জনকে প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইলি বাহিনী।

Exit mobile version