parbattanews

৪৪টি কমিউনিটি ক্লিনিক বন্ধ: চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো রোগী

চকরিয়া প্রতিনিধি:

চাকুরী জাতীয় করণের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে সিএইচসিপিরা। অবস্থান কর্মসূচি চলাকালে উপজেলার ৪৩জন সিএইচসিপিআর ৪৪টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে এ অবস্থান কর্মসূচি পালন করছে। আর এ কারণে উপজেলার প্রান্তিক জনপদের হাজার হাজার রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রবিবার(২১জানুয়ারি) সকাল ৯টা থেকে সিএইচসিপিআর কর্মরত মাঠ পর্যায়েরকর্মীরা চকরিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। রবিবার বিকেল পর্যন্ত এঅবস্থান কর্মসূচি পালিত হবে বলে নেতৃবৃন্দরা জানিয়েছেন।

জানা গেছে, গত ২০১৩ সালে সিএইচসিপিআরদের চাকুরী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জন্য আদালত একটি রায় দেন। আদালতের রায়ের চার বছর পার হয়ে গেলেও আজো আলোর মুখ দেখেনি চাকুরী জাতীয়করণের সেই দাবি। তাই চাকুরী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আন্দোলনে নামে সিএইচসিপিআররা।

চকরিয়া উপজেলা শাখার সিএইচসিপিআরের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন হিরু বলেন, চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার জন্য আদালত রায় দিলেও সরকার নানা অজুহাতে আমাদের সেই দাবি মেনে নেয়নি। তাই সরকারের কাছে অনুরোধ আমাদের ন্যায্য দাবি মেনে নেবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিএইচসিপিআর চকরিয়া শাখার সভাপতি এমকে মোহাম্মদ মিরাজ, সহ-সভাপতি মো. হাসান, শামসুল আলম, জেসমিন জান্নাত, যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নরোত্তম দাশ, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহেদ প্রমুখ।

Exit mobile version