৫ম বারের মত পাহাড়ের দুর্গম এলাকায় কোভিড-১৯ টিকা পৌঁছে দিল সেনাবাহিনী

fec-image

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১৮’ই নভেম্বর (বৃহস্পতিবার) রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার দূর্গম বড়থলি ইউনিয়নে কোভিড-১৯ (২য় ডোজ) এর গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে টিকা দান ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

প্রত্যন্ত ও দূর্গম অঞ্চলে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে কোভিড-১৯ (২য় ডোজ) এর গণটিকা প্রয়োগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্স এর কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনীর চৌকস মেডিকেল টিমের সদস্যরা অংশ নেন।

কোভিড-১৯ (২য় ডোজ) এর গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে ঐ দুর্গম এলাকায় বসবাসকারী তৃণমূল পর্যায়ের সর্বমোট ১০০০ জন পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠির মাঝে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়। এরুপ দূর্গম এলাকায় কোভিড-১৯ (২য় ডোজ) এর গণটিকা কার্যক্রম সম্পন্ন করতে পারায় জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ জনগণ সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দেশের যেকোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনীর এরুপ সহযোগীতা ভবিষ্যতেও সর্বদা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন