parbattanews

৫ তলা থেকে পড়ে বেঁচে গেল শিশু ওয়াসি

৫ তলার ছাদ থেকে পড়ে বেঁচে গেছে মো: হাসিব (ওয়াসি) নামের আড়াই বছরের এক শিশু। রবিবার(২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম আশকার দিঘীর পশ্চিম পাড়ে একটি ভবনে এ অলৌকিক ঘটনাটি ঘটেছে। শিশুটি কুতুবদিয়া সতরুদ্দিন গ্রামের বিএসসি ইন্জিনিয়ার মো: মকছুদুল করিমের দ্বিতীয় পুত্র।

শিশুটির খালু কুতুবদিয়া ধুরুং বাজারের গার্মেন্টস ব্যবসায়ি আতিক বলেন, চট্রটগ্রাম আশকার দিঘির পশ্চিম পাড়ে একটি ভবনের ৫ তলায় তার ভায়রা ইন্জিনিয়ার মকছুদুল করিম ভাড়া থাকেন। ভবনের ছাদের অর্রধেকটা খালী। রবিবার সকাল ৯টার দিকে শিশুর মা কাপড় শুকাতে বের হলে হাসিবও সাথে বের হয়। হঠাৎ শিশুটি রেলিং থেকে পড়ে যায়। প্রথমেই সে পাশে থাকা আম গাছের মাথায় পড়ে এর পর ডালে পড়ে মাটিতে বালুর টিবিতে গিয়ে পড়ে। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হয়। প্রয়োজনীয় পরীক্ষার পর দেখা যায় শরীরে কোথাও ভাঙা বা বড় ধরনের কোন আঘাত হয়নি। সোমবার বিকালে চিকিৎসক শিশুটিকে রিলিজ দেবেন বলে জানা গেছে।

অলৌকিকভাবে শিশুটি বেঁচে যাওয়ায় শোকরিয়া আদায় করে দাদা,দাদি মা-বাবা ও খালা মিলে ৫টি ছাগল মাদ্রাসা, এতিম খানায় দান করবেন বলে তিনি জানান।

Exit mobile version