parbattanews

৫ বছর নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে এক স্কুল ছাত্রের

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় দীর্ঘ ৫ বছর ধরে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্র বদিউল আলমের খোঁজ নেই। সে পেকুয়া উপজেলার সদর ইউনিয়ন মেহেরনামা এলাকার আবাসন প্রকল্পের মৃত কবির আহমদ এর পুত্র।

জানা যায় ২০১২ সালে চৈরভাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পর থেকে সে বাড়িতে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল। তার পরও সন্ধান মেলেনি বলে জানান তার মাতা ছেনোয়ারা বেগম।

মা ছেনোয়ারা বেগম আরো জানান, ছেলের পিতার মৃত্যুর পর থেকে আবাসন প্রকল্পে ৩ ছেলে নিয়ে তার বসবাস। খুবই কষ্টে তার সংসার চলে। ছেলে বদিউল আলম নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুজি করেছেন।

বর্তমানে স্থানীয় মাধ্যমে জানতে পারেন তার ছেলে মৃত সোলতান আহমদের পুত্র আহমদ ছবি নামের এক ব্যক্তির জিম্মায় রয়েছে। তার স্থায়ী ঠিকানা আবাসন প্রকল্পে হলেও বর্তমানে চট্রগ্রামস্থ তার মেয়ের বাসায় তার ছেলেসহ রয়েছে। তাকে উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বদিউল আলমের মা ছেনোয়ারা বেগম।

Exit mobile version