parbattanews

৬৪ জেলা ভ্রমণ শেষে ফিরলেন কাপ্তাইয়ের কুমার তঞ্চঙ্গ্যা

রাঙামাটি কাপ্তাই উপজেলার ৪ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের বীর কুমার তঞ্চঙ্গ্যা ৬৪ জেলা সাইকেল ভ্রমণ শেষে নিজ ঘরে ফিরেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে ৬৪ জেলা ভ্রমণ সমাপ্ত করে নিজ ঘরে ফিরলেন বীর কুমার তঞ্চঙ্গ্যা (২৬)।

সে রাঙামটি কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন ৪নং ওয়ার্ড কুকিয়াছড়ি বসবাসকারী সুশীল তঞ্চ্যার ছেলে। বীর তঞ্চঙ্গ্যা ২০২১ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি সম্পন্ন করে। বীর তঞ্চঙ্গ্যা জানান, ৮ জুন ২৩ বাইসাইকেলযোগে ৬৪ জেলা ভ্রমণে বাহির হয়। প্রথম তিনি ফেনী জেলায় অতিক্রম করে পরে অন্যান্য জেলা ভ্রমণ শুরু করে । তার ছোট বেলায় স্বপ্ন ছিলো সাইকেলযোগে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করবে। এবং তিনি সত্যিকারে ভ্রমণ করে তা বাস্তবায়ন করায় খুশি।

ভ্রমণে ৩টি প্রতিপাদ্য নিয়ে ৬৪ জেলা ভ্রমণের পাশাপাশি প্রচারণা চালিয়েছেন বলে জানান। সেগুলো হলো গাছ কাটা থেকে বিরত থাকুন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু রোধ করুন এবং সর্বশেষ রক্ত দান করুন, মানুষের জীবন বাঁচান। ভ্রমণ করার সময় বিভিন্ন দর্শনীয় জায়গা ও ৬৪ জেলার বিভিন্ন সাইকেলিং গ্রুপের সাথে দেখা করেছেন বলে জানান। তার ইচ্ছে আগামীতে সাইকেলযোগে ভারতের ২৮ রাজ্য ভ্রমণ করার। বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে এ প্রথম সাইকেল ভ্রমণ করে ৬৪ জেলা ভ্রমণ করল। বিষয়টি সুধীমহলের মধ্যে বেশ আলোড়ন প্রশংসিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসকের সাথে বীর কুমার তঞ্চঙ্গ্যা দেখা করবে বেলে জানান।

Exit mobile version