parbattanews

৬ উইকেটে লক্ষ্মীপুর আদর্শ সামাদ হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন কক্সবাজার প্রি-প্রার‌্যাটোরি উচ্চ বিদ্যালয়

Khagrachari pIC 08
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
প্রাইম ব্যাংক ইয়াং টাইগার ন্যাশনাল স্কুল ক্রিকেট চট্টগ্রাম অঞ্চলের ফাইনাল খেলায় কক্সবাজার প্রিপ্রার‌্যাটোরি উচ্চ বিদ্যালয় ৬ উইকেটে লক্ষèীপুর আদর্শ সামাদ হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি ষ্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

সকালে টসে জিতে ব্যাট করতে নেমে লক্ষ্মীপুর আদর্শ সামাদ হাইস্কুল ২৯.৪ ওভারে  সবক’টি উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে। লক্ষ্মীপুর আদর্শ সামাদ হাইস্কুল দলের আরেফিন ৪১ বলে ১৫ রান, দীপ দেবনাথ ১১ বলে ১৩ রান করে। কক্সবাজার দলের রুহুল্লাহ ৬ ওভারে ১ মেডেন নিয়ে ১৭ রান দিয়ে ৫ উইকেট সংগ্রহ করে।

জবাবে কক্সবাজার  প্রিপ্রার‌্যাটোরি উচ্চ বিদ্যালয় খেলতে নেমে ১৫.০২ ওভারে জয়ের লক্ষে পৌঁছে যায়। তারা ৬ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে। কক্সবাজার জেলা দলের শাহীন ৩৪ বলে ২২ রান, আবু বক্কর ২২ বলে ১৭ রান সংগ্রহ করে। লক্ষ্মীপুর আদর্শ সামাদ হাইস্কুল দলের ফরহাদ ৬ ওভারে ১৩ রানে ২ উইকেট সংগ্রহ করে।

খেলায় কক্সবাজার  প্রিপ্রার‌্যাটোরি উচ্চ বিদ্যালয় রুহুল্লাহ ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানাস আপ দলের মাঝে ট্রাফ বিতরণ করেন। এ সময় জেলা ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক ও অতিরিক্তি জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন এ্যাম্পায়ার জীবন দেওয়ান  ও সুমন মল্লিক।

Exit mobile version