parbattanews

৬-৭ গোলে নাইক্ষ্যংছড়িকে হারিয়ে রোয়াংছড়ির জয়

রোয়াংছড়ি প্রতিনিধি:

৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত গ্রীষ্মকালীন ফুটবল-২০১৭ প্রতিযোগিতা নাইক্ষ্যংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়কে ৬-৭ গোলে হারিয়ে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় জয় লাভ করেছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এর অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার সোমারাণী বড়ুয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক। এছাড়াও জনপ্রতিনিধি সরকারি-বেসরকারি কর্মকর্তার এবং বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন। রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলোয়ারদের মধ্যে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে ছিলেন দশম শ্রেণি ছাত্র উহ্লাশৈ মারমা।

এসময় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা বলেন জেলা পর্যায়ে উপজেলার চ্যাম্পিয়ন দল অংশ গ্রহণ করে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় দল সেমি ফাইনালে লামা ইসলামিয়া মাদ্রাসাকে হারিয়ে ফাইনাল রাউন্ডে ওঠে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে দল।

আজ (৩ আগস্ট) বিকাল ৩টার দিকে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় দল বনাম শক্তিশালী নাইক্ষ্যংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় দলকে নিয়ে ফাইনাল খেলার প্রতিযোগিতা হলে নির্দিষ্ট সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ৬-৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। বান্দরবান জেলার শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়ন হয়ে গৌবর অর্জন করেছে। এবার বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের প্রস্তু রয়েছে।

Exit mobile version