৬-৭ ফেব্রুয়ারি সাজেকের সব হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট বন্ধ থাকবে

fec-image

আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি দুই দিনের জন্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের সব হোটেল, মোটেল, রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের নির্বাচনে রাঙামাটির বাঘাইছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে বাঘাইছড়ি এবং সাজেকে সব ধরনের পর্যটকবাহী যানবাহন বন্ধ এবং পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শরীফুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি বাঘাইছড়ি উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সাজেক এলাকার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রশাসন থেকে সাজেকের সব রিসোর্ট মালিককে ৬ ও ৭ ফেব্রুয়ারির জন্য বুকিং নিতে নিষেধ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সাজেক, সাজেক পর্যটন কেন্দ্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন