৭০ হাজার পিস ইয়াবাসহ সিএনজি আটক

fec-image

কক্সবাজার টেকনাফে ৭০হাজার ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এ ঘটনায় সিএনজি চালক ও মাদকের চালান বহনকারীরা পালিয়ে গেলেও তদন্ত স্বাপেক্ষে ২/৩জনকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং একটি সিএনজি আটক করেছে।

জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টারদিকে র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদক বহনের সংবাদ পেয়ে হ্নীলা চৌধুরী পাড়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থান নেয়। এসময় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক একটি সিএনজি (কক্সবাজার-থ-১১-৫৫৪১) ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো একটি স্টুডেন্ট ব্যাগে ৭০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ঘটনায় ২/৩জনকে পলাতক আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও সিএনজি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন