parbattanews

সোমবারের মধ্যে অংশিলার খুনীরা গ্রেফতার না হলে মঙ্গলবার লক্ষ্মীছড়িতে হরতাল

হরতাল
প্রেস বিজ্ঞপ্তি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে অংশিলা মারমা হত্যার ঘটনায় জড়িতদের আগামী তিন দিনের মধ্যে গ্রেফতার করতে না পারলে মঙ্গলবার (২৬ মে) লক্ষ্মীছড়িতে সকাল-সন্ধা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ, লক্ষ্মীছড়ি শাখা।

শুক্রবার বিকেলে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ, লক্ষ্মীছড়ি শাখার যুগ্ম আহবায়ক উদিচিং মারমা (উত্তম)স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ হরতালের ডাক দেয়া হয়।

এছাড়া একইদিন বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়নের বর্মাছড়ি সড়কে শিলাছড়ি পাড়া থেকে সামান্য দূরে তংতল্যা পাড়া নামক এলাকায় অংশিলা মারমা ভাড়ায় চালিত মোটরসাইকেলে একজন মহিলা যাত্রী নিয়ে যতিন্দ্র এলাকার দিকে যায়ার সময় উপজাতি সন্ত্রাসীদের হামলায় আহত হন।কিছু সময় পরেই মানুষের লাশ পড়ে আছে এমন খবর পেয়ে স্বজনরা দ্রুত ছুটে যায়। ভাগিনা অংসা মারমাসহ আরো কয়েকজনে মিলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীছড়ি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

পরে এই ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে লক্ষ্মীছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

লক্ষ্মীছড়িতে উপজাতি সন্ত্রাসীদের হামলায় মারমা যুবক নিহত, প্রতিবাদে বিক্ষোভ

Exit mobile version