parbattanews

৭২ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে মহালছড়িতে স্বত:স্ফুর্তভাবে চলছে।

Mahalchari piketing picture

মহালছড়ি(খাগড়াছড়ি) সংবাদদাতা:

তিন পার্বত্য জেলায় বাঙ্গালী সংগঠনের ডাকা ৭২ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে মহালছড়িতে স্বত:স্ফুর্তভাবে হরতাল চলছে। হরতালের ১ম দিনের মতো দ্বিতীয়দিনেও পুলিশের কঠোর অবস্থানের মধ্যে সকাল হতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কর্মীবৃন্দকে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে মাইসছড়ি, জয়সিং পাড়া, গামারিঢালা এলাকায় পিকেটিং করতে দেখা গেছে।  স্থানীয় কিছু দোকানপাট খোলা থাকলেও কোন প্রকার যানবাহন চলাচল করেনি। তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা শাখার সভাপতি সাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, এলাকাবাসীর হরতালের সমর্থন থাকায় শান্তিপূর্ণ ও স্বত:স্ফুর্তভাবে হরতাল চলছে।

জাতীয় সংসদে উত্থাপিত পার্বত্য ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় গত মঙ্গলবার থেকে টানা ৭২ঘন্টা হরতালের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

প্রসঙ্গত: পার্বত্য ভুমি নিষ্পত্তি কমিশন আইন সংশোধনী প্রস্তাব বাতিলের দাবীতে তিন পার্বত্য জেলায় এর আগেও গত ৯-১১ জুন টানা ৭২ঘন্টা হরতাল ও ২জুন সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচী পালন করেছে বাঙ্গালী সংগঠনগুলো।

Exit mobile version