parbattanews

৭২ ঘন্টার হরতালে দ্বিতীয় দিনে দীঘিনালায় শান্তির্পূণভাবে চলছে

মোঃ আল আমিন দীঘিনালা:

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন বিল সংসদে উত্থাপনের প্রতিবাদে ও বিলটি বাতিলের দাবিতে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকা টানা ৭২ ঘন্টার হরতাল খাগড়াছড়ির দীঘিনালায় শান্তিপূর্ণভাবে চলছে এই হরতাল।

সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে খন্ড খন্ড পিকেটিং করতে দেখা যায়।

লারমা স্কয়ার এলাকায় পিকেটিং কালে “পার্বত্য নিউজ ডট কম”কে একান্ত সাক্ষাতকারে উপজেলা বাঙ্গালী ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাসেল প্রধান (লেবু) বলেন, আমরা সকাল থেকে খুব শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই উপজেলায়।

তিনি আরো বলেন, এই হরতাল সকল বাঙ্গালীদের অস্তিত্ব রক্ষার হরতাল তাই আমি সকলকে আহ্বান করবো এই হরতাল পালন করার জন্য।

এদিগে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ডিউর্টি অফিসার এ এস আই মোঃ বোরহান কে প্রশ্ন করলে তিনি বলে হরতালের প্রথম দিন ও আজ দ্বিতীয় দিন আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই উপজেলায়।

Exit mobile version