৮মাস আগে সাজার মেয়াদ শেষ হলেও বাংলাদেশের ২২ জেলে দেশে ফিরতে পারেনি

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান,টেকনাফ:
 ঋধরঃয সাজার মেয়াদ ৮মাস আগে শেষ হয়ে গেলেও দেশে ফিরতে পারছেননা বাংলাদেশী নাগরিক ২২ জন জেলে। বর্তমানে এরা মিয়ানমারে আকিয়াব (সিটওয়ে) জেলখানায় মুক্তির অপেক্ষায় প্রহর গুণছে। তম্মধ্যে টেকনাফের ১৯ জন এবং খুরুস্কুলের ৩ জন।

গতকাল ৯ জুন টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া, কক্সবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার বকুল ও খুরুস্কুল ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রহিম মাষ্টারের সুপারিশকৃত  আবেদন টেকনাফস্থ ৪২ বিজিবির কমান্ডিং অফিসার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে দাখিল করা হয়েছে।

টেকনাফের  ১৯ জন হচ্ছে- খয়রাতিপাড়া শাহাবমিয়ার পুত্র মোঃ আয়ুব(২২), জাফর আলমের পুত্র রবি আলম(২৯), নুরুল হকের পুত্র মোঃ হাসান (২৫),অছিউর রহমানের পুত্র আবু তৈয়ব (২৬), আবদু রহমানের পুত্র শামসুল আলম (২৮), আছারবনিয়া খূইল্ল্যা মিয়ার পুত্র শামসুল আলম (২৯), মন্ডলপাড়ার লাল মিয়ার পুত্র আবদুল জলিল(৩০), কচুবনিয়া নজির আহমদের পুত্র কালা মিয়া(২৭)  ও সালামত উল্লাহ (৩০), ডেইল পাড়ার হাফেজ মুহাম্মদ আলমের পুত্র মুরতজা হাসান(২৮), মহেষখালিয়াপাড়া মাওঃ নুরুল ইসলামের পুত্র হাবিব উল্লাহ (২৬), লেঙ্গুরবিল নজির আহমদের পুত্র জাবের আহমদ (২৫), উত্তর নয়াপাড়া আবদুল করিমের পুত্র শহিদুল ইসলাম (২৯), তুলাতুলী মৃত মকলেছুর রহমানের পুত্র আমির হোছেন (২৮), দক্ষিণ লেঙ্গুরবিল নুরুল আলমের পুত্র ছৈয়দ আলম (২৯) ও রবিউল আলম (২৬), হারিয়াখালী নুর আহমদের পুত্র জিয়াউর রহমান (২৩), কাটাবনিয়া নজির আহমদের পুত্র মোঃ হোছন (২৪), মোঃ ছিদ্দিকের পুত্র মোঃ সব্বির (২৫)। কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ডেইলপাড়ার আবদুল জব্বারের পুত্র জাহাঙ্গীর (২৮), আহমদ শরীফের পুত্র দেলোয়ার হোসেন(২৬), ছবুরা বেগমের পুত্র আলী হোসেন (২৮)।

আকিয়াব জেল খানায় বন্দি টেকনাফ মহেশখালীয়া পাড়ার মাওঃ নুরুল ইসলামের পুত্র হাবিব উল্লাহ গত ১৭ মে প্রেরিত একপত্রে  জানায়- ২০১২ সনের  ১৯ জুলাই বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমার নৌ-বাহিনীর হাতে আটক হয়েছিল। তাদের সাজার মেয়াদ গত ৮ মাস আগে শেষ হয়ে গিয়েছে। কিন্তু দু-দেশের মধ্যে যথাযথ যোগাযোগের অভাবে আটকে পড়া বাংলাদেশী জেলেরা দেশে ফিরতে পারছেনা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন