৮মে রাঙামাটিতে উদীচীর চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

রাঙামাটি প্রতিনিধি:
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সংসদের উদ্যেঅগে পঞ্চম জেলা সম্মেলন উপলক্ষে আগামী ৮ মে শুক্রবার সকাল ১১ টায় রাঙামাটি চারুকলা একাডেমী মিলনায়তনে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

চিত্রাংকন প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত হচ্ছে ক-বিভাগ। প্রতিযোগিতার বিষয় হচ্ছে (প্রকৃতি)।পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত হচ্ছে খ-বিভাগ, প্রতিযোগিতার বিষয় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ।অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত হচ্ছে গ-বিভাগ, প্রতিযোগিতার বিষয় হচ্ছে পাহাড়ে আমার জীবনধারা।

অপরদিকে, আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত হচ্ছে ক-বিভাগ, পঞ্চম থেকে ৭ম শ্রেণী পর্যন্ত হচ্ছে খ-বিভাগ, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হচ্ছে গ বিভাগ। আবৃত্তি প্রতিযোগিতায় সকল বিভাগের প্রতিযোগীরা দেশাত্ববোধক কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

এদিকে, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান রনজিৎ পাটোয়ারী বাসু জানিয়েছেন, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা সকাল সাড়ে ১০ টার মধ্যে রাঙামাটি চারুকলা একাডেমীতে উপস্থিত থাকতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন