parbattanews

৮ম বাংলাদেশ গেমসের গলফ ইভেন্ট উদ্বোধন ২৩ এপ্রিল

পার্বত্য নিউজ ডেস্ক, ঢাকা :

৮ম বাংলাদেশ গেমসের গলফ ইভেন্ট আগামী  ২৩ এপিল মঙ্গলবার সাভার সেনানিবাসস্থ সাভার গলফ ক্লাবে উদ্বোধন করা হবে। এরিয়া কমান্ডার, সাভার এরিয়া এবং সাভার গলফ ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি, বীর বিক্রম, এনডিসি, পিএসসি এ গলফ ইভেন্টের উদ্বোধন করবেন।

দীর্ঘ ১১ বৎসর পর আয়োজিত ৮ম বাংলাদেশ গেমসে অন্যতম ইভেন্ট হিসেবে গলফ খেলাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। বাংলাদেশ গলফ ফেডারেশন এর তত্ত্বাবধানে ৩টি ইভেন্টে মোট ১১০ জন প্রতিযোগী ৩০টি পদকের জন্য লড়াই করবেন। প্রতিযোগীদের মধ্যে ৮০ জন পরুষ এবং ৩০ জন মহিলা গলফার রয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সুবিধা বঞ্চিত উদীয়মান গলফারদের বের করে আনার চেষ্টা করা হয়েছে।  ইতিপূর্বে ২০০১ সালে ৭ম বাংলাদেশ গেমস্-এ প্রথমবারের মত গলফ অন্তর্ভূক্ত করা হয়। যার ফলশ্রুতিতে বের হয়ে এসেছে দেশখ্যাত সিদ্দিকুর, সোহেল, মিলন, দুলাল ও জামালের মত প্রখ্যাত গলফ খেলোয়াড়রা।

উল্লেখ্য, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনডিসি, পিএসসি আগামী ২৭ এপ্রিল ২০১৩ তারিখ কুর্মিটোলা গলফ ক্লাবে এ টুর্ণামেন্টের সমাপ্তি ঘোষণা করবেন।

Exit mobile version