parbattanews

৮ দফা দাবিতে রাজধানীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন

Dhaka pic-30.5

স্টাফ রিপোর্টার:

৮ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার সকালে এক মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। রাঙ্গামাটির ভূষণছড়ায় ১৯৮১ সালে বাঙালি হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করে সমাবেশ করে।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর সভাপতি শাহাদাৎ হোসেন সাকিবের সভাপতিত্বে মানববন্ধনে পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহাম্মদ রাজু, ছাত্র পরিষদ নেতা মো. সারোয়ার জাহান খান, ইব্রাহিম মনির, মো. সাদেকুর রহমান, শাহ আলম, মো. খলিলুর রহমান, মো. আলাউদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন বলেন, ১৯৮৪ সালের ৩১ মে শেষ রাতে রাঙ্গামাটি জেলার ভূষনছড়ায় বেসামরিক ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর এক নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করেছিল সন্তু লারমার নেতৃত্বাধীন শান্তিবাহিনী। বিগত ৩২ বছরের মধ্যে এ হত্যাকাণ্ডের কোনো বিচার বা তদন্ত করা হয়নি। তিনি ভূষণছড়ায় বাঙালি হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে রাঙ্গামাটির ভূষণছড়ায় বাঙালি হত্যায় জড়িতদের ফাঁসি, সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা বাতিল, পাহাড়ে সাম্প্রদায়িকতা বিনষ্টের অভিযোগে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব সাবেক পুলিশ কর্মকর্তা নব বিক্রম কিশোর ত্রিপুরার অপসারণসহ ৮ দফা দাবি করা হয়।

Exit mobile version