আলীকদমে পানির সমস্যা নিরসনে সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে পানি প্রকল্পের উদ্বোধন

fec-image

বান্দরবানের আলীকদম উপজেলা সদরে পানি সংকট নিরসনে ৯ কোটি ৪৭লক্ষ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এতে করে উপজেলা সদরের প্রায় অর্ধলক্ষ মানুষ নিরাপদ পানির আওতায় আসবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রকল্প উদ্বোধনে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী পার্বত্য এলাকার উন্নয়নে আন্তরিক বলেই আজ পার্বত্য এলাকার মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। উন্নয়নের চিত্র তিন পার্বত্য জেলায় দৃশ্যমান।

মন্ত্রী আরও বলেন, পানি প্রকল্প উদ্বোধনের মাধ্যমে আলীকদম সদরের মানুষের দীর্ঘদিনের পানির সংকট দূর হবে। ফায়ার সার্ভিস স্থাপিত হওয়ায় দূর্যোগ থেকে মুক্তি পেয়েছে।

এর আগে মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে নয়াপাড়া রোয়াম্ভু খালের উপর পিসি গার্ডার ব্রিজসহ এক কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয়ে চারটি প্রকল্প ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৯০ লক্ষ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের উদ্বোধন করেন। দুপুরে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় যোগদেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ্দুজ্জামান, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সাঈদ ইকবাল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ফিলিপ ত্রিপুরা, ফাতেমা পারুল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহারাব হোসেন, আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্যমন্ত্রী, প্রধানমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন