চকরিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

‌‘জনগণের মুক্তি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ঠিকানা বাংলাদেশ আ.লীগ’

fec-image

চকরিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বলেন,‘জনগণের মুক্তি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের আজকের এই দিনে পুরানো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।’

উপজেলা চেয়ারম্যান সাঈদী বলেন, ‘১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভ্রান্ত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা। অতপর বাঙালি জাতির উপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায়-অত্যাচার, নির্যাতন, চরম অবেহলা ও দুঃশাসন থেকে বাংলার জনগণকে মুক্তি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় দলটি প্রতিষ্ঠিত হয়।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী’র নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে চকরিয়া কোরক বিদ্যাপীঠের হলরুম মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে ও পৌরসভা আওয়ামীলীগ নেতা নুরুল আমিন টিপুর সঞালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিছবাউল হক, উপজেলা ত্রান বিষয়ক সম্পাদক শফিউল আলম বাহার, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ আলোচনায় অংশ নেন।

উল্লেখ্য,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শুরুতেই কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। সভায় উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আ. লীগ, চকরিয়া, প্রতিষ্ঠাবার্ষিকী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন