parbattanews

‘‌পার্বত্য এলাকায় উপজাতি ও বাঙালিদের মাঝে বৈষম্য করা হচ্ছে’

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবর রহমান বলেছেন, ‘‌পার্বত্য এলাকায় উপজাতি ও বাঙালিদের মাঝে বৈষম্য করা হচ্ছে। সবকিছুর ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে উপজাতিদের।’

রবিবার (৮ অক্টোবর) সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের তিনি এ কথা বলেন।

কাজী মোহাম্মদ মুজিবর রহমান বলেন, ‌‘‌বান্দরবানে জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ, শিক্ষক নিয়োগসহ প্রত্যেক ক্ষেত্রে বাঙালিরা পিছিয়ে রয়েছে। এর কারণ দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতি।’

তিনি আরো বলেন, ‘‌পার্বত্য চট্টগ্রামে যেসব বাঙালি বসবাস করে তাদের শতকরা ৯৫ শতাংশ রয়েছে দারিদ্র সীমার নীচে। কিন্তু বান্দরবানের উপজাতিদের একচেটিয়াভাবে চাকরি ও কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে। একের পর এক উপজাতিদের শিক্ষা প্রতিষ্ঠান ও বহু ছাত্রাবাস গড়ে উঠেছে। অথচ বাঙালি ছাত্র-ছাত্রীদের জন্য কোন কিছুই নেই। চাকরির ক্ষেত্রে বাঙালিদের সংখ্যা হাজার তো দূরের কথা শতকের কোটা পার হতে পারেনি।’

সংবাদ সম্মেলনে কাজী মোহাম্মদ মুজিবর রহমান বলেন, ‘‌বান্দরবান জেলা পরিষদের অধীনে বিভিন্ন বিভাগে রাজস্ব খাতভুক্ত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু এই নিয়োগে স্বজপ্রীতি ও সাম্প্রদায়িক বৈষম্য শুরু হয়।’

তবে আগামীতে সরকারি ও প্রাথমিক শিক্ষা কর্মচারী নিয়োগে কোন ধরনের বৈষম্য হলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঙালি জনগোষ্ঠীর অধিকার আদায়ের কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, জেলা নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক শাহজালালসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

‘‌পার্বত্য এলাকায় উপজাতি ও বাঙালিদের মাঝে বৈষম্য করা হচ্ছে’

Exit mobile version