ঢাকাস্থ কক্সবাজার স্টুডেন্টস ফোরামের ফুটবল টুর্নামেন্টে এমপি কমল

‌‘শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় মনোনিবেশ করতে হবে’

fec-image

কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, মেধার চর্চার সাথে সাথে শারীরিক সুস্থতাও ধরে রাখতে হবে। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চায় মনোনিবেশ করতে হবে।

তিনি আরো বলেন, ঢাকাস্থ কক্সবাজার স্টুডেন্ট ফোরাম এ ধরনের টুর্নামেন্ট আয়োজন প্রশংসনীয়। এতে নিজেদের মধ্যে যেমন ভ্রাতৃত্ববোধ তৈরি হবে তেমনি এলাকার সব মেধাবী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রয়াসে সৃষ্টিশীল কর্মকাণ্ড বৃদ্ধি পাবে।

এমপি সাইমুম সরওয়ার কমল রবিবার, ৩১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল মাঠে ঢাকাস্থ কক্সবাজার স্টুডেন্টস ফোরাম আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা, অ্যাডভোকেট জসিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক মো. শাহজাহান, ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক জালাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মনজুর আলম, ঢাকাস্থ রামু সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক, সবুজ বড়ুয়া, নসরুল কবির নিহাদ প্রমুখ।

এরআগে বিকালে অনুষ্ঠিত টুর্নামেন্টে সমাপনী খেলায় চকরিয়া ছাত্র সমিতি ১-০ গোলে মহেশখালী ছাত্র সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে এমপি কমল সহ অতিথিবৃন্দ বিজয়ীদের ট্রপি তুলে দেন। গত ২৯ জুলাই থেকে এ টুর্নামেন্ট শুরু হতে। এতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ভিত্তিত ছাত্র সমিতির খেলোয়াড় দল অংশ নেয়। অনুষ্ঠানে এমপি কমল ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, স্টুডেন্টস ফোরাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন