মানিকছড়িতে চারশত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

fec-image

মানিকছড়িতে চারশত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে খরিপ ১/২০২১-২০২২ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি কৃষক পরিবারকে এক বিঘা জমির জন্য কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসনের ওপর রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদন ও নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালাউদ্দিন কাউচার আফ্রাদসহ সকল সহকারী কৃষি কর্মকর্তা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, যেখানে অন্যান্য বছর এ কর্মসূচির আওতায় ৪শত জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয় সেখানে এবছর ৪শত জন কৃষককের প্রত্যেককে ৫ কেজি ব্রিধান-৪৮ বীজ ও ১০ কেজি এমওপি এবং ২০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কৃষক, বীজ, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন