parbattanews

রাজস্থলীতে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র টাইগার ডট কম উদ্বোধন

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত সেনাবাহিনীর পরিচালিত টাইগার ডট কম। কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় ও ৫৬ বেঙ্গল রেজিঃ জোন অধিনায়ক আনোয়ার জাহিদ, পিএসসি, এর নির্দেশনায় এলাকার শিক্ষিত স্কুল পড়ুযা শিক্ষাথীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে।

২ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় ঝুলন্তব্রীজ সংলগ্ন টাইগার ডট কম উদ্বোধন করেন রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ড অফিসার সাইফুল ইসলাম, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান উথান মারমা মেম্বার শহরমুল্লক ট্রেইনার চচামং মারমাসহ গণমাধ্যম কর্মীগণ।

পরে মেজর হাসান চৌধুরী প্রশিক্ষণর্থীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, স্বপ্ন নয়, বাস্তবতাই ঠিক। ডিজিটাল বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিত। ফলে যারা এ কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে শিক্ষা অর্জন করবে তাদের কাজে লাগবে। এর মধ্যে এক মাসিক কম্পিউটার প্রশিক্ষণে ৬ জন অংশ গ্রহণ করবে।

Exit mobile version