parbattanews

কল্পনা চাকমা অপহরণ মামলা: তদন্ত প্রতিবেদন জমার সময় আরো বাড়ল

কল্পনা চাকমা

স্টাফ রিপোর্টার:

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণের ঘটনার তদন্ত প্রতিবেদন জমাদানের সময় আরো এক মাস বাড়িয়েছেন রাঙ্গামাটি দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গামাটি পুলিশ সুপার আমেনা বেগমের পক্ষে কোর্ট পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম রাঙ্গামাটির সিনিয়র বিচারিক হাকিম মো. রোকন উদ্দিন কবিরের আদালতে সময় বাড়ানোর আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ১২ জুন গভীর রাতে রাঙ্গামাটির বাঘাইছড়ি নিউ লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে কল্পনা চাকমা নিখোঁজ হন। এই আলোচিত ঘটনার পর দিন ১৩ জুন বাঘাইছড়ি থানায় অপহরণ মামলা করেন কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা। অপহরণের পর থেকে মামলার বাদী ও পাহাড়ি সংগঠনগুলো অপহরণের জন্য এক সেনা কর্মকর্তা লে: ফেরদৌস ও তিনজন ভিডিপি সদস্যকে দায়ী করে। কিন্তু দীর্ঘ ১৮ বছরের একাধিক তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের নাম না আসায় ঘটনার সুষ্ঠু তদন্ত জানিয়ে নারাজি আবেদন দিয়ে যাচ্ছেন মামলার বাদী।

এ অবস্থায় গত বছর ১২ জানুয়ারি সিআইডি তদন্ত প্রতিবেদন রাঙ্গামাটির মুখ্য বিচারিক হাকিমের আদালতে জমা দিলে মামলার বাদী নারাজি আবেদন করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করলে বিজ্ঞ আদালত ১৬ জানুয়ারি রাঙ্গামাটি পুলিশ সুপার আমেনা বেগমকে পুনঃতদন্তের আদেশ দেন।

সূত্র: মানবকণ্ঠ

Exit mobile version